Ajker Patrika

শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত: হাবিব উন নবী সোহেল

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪১
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি: আজকের পত্রিকা
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমাদের সামনে আমরা নূর হোসেনকে মারা যেতে দেখেছি। জাফর, দিপালী সাহাসহ অসংখ্য শহীদের রক্তাক্ত শরীরের ওপর দিয়ে আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম এই আশায় বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকবে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে। মানুষ মনের ইচ্ছায় ভোট দেবে, যে ব্যবস্থা ছিল না এরশাদের আমলে। গুন্ডাপান্ডারা এসে সিল দিয়ে যেত। শেখ হাসিনা ক্ষমতার নেশায় সেই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। আমাদের নির্বাচনী ব্যবস্থাকেই উনি ধ্বংস করে দিয়েছেন। অন্য কোনো কারণে না শুধু এই কারণেই তার হাজার বছরের জেল হওয়া উচিত।’

হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, ‘একদিন টেলিভিশনে দেখলাম পার্লামেন্টে কোন জেলার যেন এক এমপি বক্তব্য দিচ্ছেন—আমি পদ্মা সেতুর কাছে গেলাম। পদ্মা সেতুর দিকে তাকিয়ে বললাম, আরে পদ্মা সেতু তুমি কী শুধু রড, সিমেন্ট আর কংক্রিটের। পদ্মা সেতু নড়েচড়ে বলল, না, না। আমি তখন জিজ্ঞেস করলাম, ওহে পদ্মা সেতু তোমার এই আত্মমর্যাদা, আত্মসম্মানের মূল ভিত্তি কী? তখন পদ্মা সেতুর সমস্ত শরীর নেচে উঠল আর চিৎকার করে বলিতে থাকল, শেখ হাসিনা, শেখ হাসিনা। হায়রে চামচা, কত রকমের চামচা। আপনাকে তো রক্ষা করতে পারল না।’

তিনি আরও বলেন, ‘কোথায় এখন ওবায়দুল কাদের, কোথায় শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন। উনি তো বাড়িছাড়া, আপনি তো দেশ ছাড়া। এখন আবার অনেকে লিখে, আপা আসছে। শহীদ বিল্লাল, শহীদ রেফায়েত উল্লাহ, শহীদ আশিক, শহীদ হাসান আলী, শহীদ আবদুল্লাহর রক্ত কি কিশোরগঞ্জে শুকিয়ে গেছে? আসবেন, সব রক্তের হিসাব দিয়ে আসেন। আসার সুযোগ নাই। যারা পলিটিক্যালি ডেড। যাদের পলিটিক্যাল চ্যাপটার ক্লোজ হয়ে গেছে, তাঁদের আর ফিরে আসার সুযোগ নাই। পালিয়ে গেছে চোরের মতো।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘শহীদ জিয়াকে হত্যা করে যারা বলেছিল শহীদ জিয়া শেষ, বিএনপি শেষ। আজকে বলতে ইচ্ছে করে মহান নেতা তোমার সৈনিকেরা এখনো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে। যারা বলেছিল, তোমার দল টিকবে না, বাংলাদেশের মাটি থেকে অনেকেই পালিয়ে যায় কিন্তু তোমার সৈনিকেরা পালাতে জানে না। বাংলাদেশের মাটি থেকে শহীদ জিয়ার দল বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিল কে? ১৬ বছর পুতুলকে নাচিয়েছেন। সেই পুতুলের নেশা আর কাটে না। একজন খুনিকে আশ্রয় দিয়েছেন। গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন আপনাদের দেশে। আমরা যদি আপনার দেশের খুনিদের আশ্রয় দেই বিষয়টা কী দাঁড়াবে? বড় বড় ডায়ালগ মারতেছেন বাংলাদেশকে কেন্দ্র করে। দোষ দিচ্ছেন আমরা নাকি এখানে সংখ্যালঘুদের নির্যাতন করি। সেদিনও একটা পূজা মণ্ডপে পরিদর্শনে গিয়েছিলাম আমার স্ত্রীসহ। সেখানে আরতি দেখা দেখে আমার স্ত্রীরও ইচ্ছা হলো আরতি দেওয়ার। এরপর সে আরতি দেওয়া শুরু করল। হিন্দু ভাইয়েরা তাদের আরতি বন্ধ করে তার আরতি দেখা শুরু করল। এটাইতো আমাদের ইতিহাস ঐতিহ্য। হিন্দু ভাইদের যে পূজা পার্বণ হয় সেখানে দেখা যায় যে মুসলমান ভাইরা বেশি। আমরা দেখেছি হুজুররা টুপি পরে মন্দির পাহারা দিচ্ছে। কিন্তু ওই দেশেতো আমরা পুরোহিতদের মন্দির পাহারা দিতে দেখি না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দিকে আঙুল তোলেন, বলেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমরা তো এ দেশে থাকি। আমরা তো এমন কিছু দেখি না। এমন কিছু হিন্দু আছেন যারা আওয়ামী লীগ করেন আবার এমন কিছু হিন্দু আছেন যারা বিএনপি করেন। আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য যদি কারও সমস্যা হয় এর দায়দায়িত্ব কিন্তু আমাদের নয়। সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ওপর ক্ষ্যাপা। সাধারণ কোনো হিন্দু কিন্তু কখনোই বাংলাদেশে আক্রমণের শিকার হয় নাই। আপনারা যে আমাদের দিকে নখ তুলছেন আপনাদের দেশের কী অবস্থা তার দিকে তাকান। এই তো কয়দিন আগেই আমরা দেখেছি হরিয়ানায় ৩০০ মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। একজন ইমামসহ ৬ জন মুসলমানকে হত্যা করা হয়েছে। সুতরাং অন্যের দিকে নখ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখুন না হলে কিন্তু ওই নখ আমরা কেটে দেব।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইসরাইল মিয়া।

২৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া নির্বাচিত হন। পরে তাঁদের নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। কমিটি ঘোষণার পর বিএনপির এই যুগ্ম মহাসচিব নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত