নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেগমপাড়ায় বস্তা ও ট্রাংকে করে অর্থ পাচারের জন্য ঢাকা থেকে টরন্টো সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এএবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভর্তুকি দিয়ে চালু করা এই ফ্লাইটের একটা ট্রায়াল ফ্লাইট করা হয়েছে। শীঘ্রই সেটা নিয়মিত চালু হবে। বিমানের যারা কর্মকর্তা আছেন, তাঁরা বলছেন, “এই ফ্লাইট কেন চালু করা হলো, আমরা সেটা জানি না। ” এটা করা হয়েছে একটা কারণে। বেগম পাড়াতে যারা যাতায়াত করেন, তাঁদের সুবিধার জন্য। অথবা সরাসরি স্যুটকেসে ও ট্রাংকে ভরে টাকা পাচারের জন্য।’
সংসদে জনগণের দুর্ভোগ, সরকারের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ, এই সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি। যে পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং দুর্নীতি করা হচ্ছে, সেটার সঠিক পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। একটা দেশ, যে দেশের মানুষ এত কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে তারা উপার্জন করছে এবং দেশটা গড়ছে, সেই দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এসবের কোনো জবাবদিহি নেই। সংসদে এসব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ, এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই।’
সম্প্রতি পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা?’ এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগই শেষ নয়। এ ধরনের মন্তব্যের জন্য আপনাদের হিসাব দিতে হবে। কি করে একজন পুলিশ কমিশনার এ ধরনের কথা বলেছেন, সেটা শুনে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্মকর্তা হয়ে তাঁরা সম্পূর্ণভাবে রাজনৈতিক, অশালীন এবং শিষ্টাচারবহির্ভূত কথা বলতে পারেন, সেটা আমরা চিন্তাও করতে পারছি না। সরকারকে এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ! সরকারি কর্মকর্তা হিসেবে যাদের রাজনৈতিক কথাবার্তা বলা কন্ডাক্টের বাইরে। সেখানে তারা তিন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষকের স্ত্রী এবং যিনি চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন, গণতন্ত্রের জন্য গৃহবন্দী হয়ে আছেন, তাঁর সম্পর্কে অশালীন উক্তি করতে পারেন—এটা আমরা ভাবতেও পারি না।’
ডিএমপি কমিশনারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফখরুল বলেন, ‘এ ধরনের দায়িত্বশীল উচ্চশিক্ষিত মানুষের মুখ থেকে যখন এমন কথাবার্তা আসে, তখন এই জাতি এবং সরকার সম্পর্কে এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। আপনারা মনে করবেন না, যে আওয়ামী লীগই শেষ। অবশ্যই পরিবর্তন হবে। তখন এর জবাবদিহি করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের এমন আচরণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর লজ্জাজনক নিষেধাজ্ঞা আসে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকারের বেআইনি হুকুম তালিম করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। বাংলাদেশের জনগণ এটাতে লজ্জিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের একটা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেটাও মানবাধিকার লঙ্ঘনের কারণে।’
এএবির আয়োজনে ‘আওয়ামী লীগ সরকারের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আ ন হ আখতার হোসাইন পিইঞ্জ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সহসভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু। এ ছাড়া পেশাজীবীদের এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বেগমপাড়ায় বস্তা ও ট্রাংকে করে অর্থ পাচারের জন্য ঢাকা থেকে টরন্টো সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এএবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভর্তুকি দিয়ে চালু করা এই ফ্লাইটের একটা ট্রায়াল ফ্লাইট করা হয়েছে। শীঘ্রই সেটা নিয়মিত চালু হবে। বিমানের যারা কর্মকর্তা আছেন, তাঁরা বলছেন, “এই ফ্লাইট কেন চালু করা হলো, আমরা সেটা জানি না। ” এটা করা হয়েছে একটা কারণে। বেগম পাড়াতে যারা যাতায়াত করেন, তাঁদের সুবিধার জন্য। অথবা সরাসরি স্যুটকেসে ও ট্রাংকে ভরে টাকা পাচারের জন্য।’
সংসদে জনগণের দুর্ভোগ, সরকারের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ, এই সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি। যে পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং দুর্নীতি করা হচ্ছে, সেটার সঠিক পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। একটা দেশ, যে দেশের মানুষ এত কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে তারা উপার্জন করছে এবং দেশটা গড়ছে, সেই দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এসবের কোনো জবাবদিহি নেই। সংসদে এসব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ, এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই।’
সম্প্রতি পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা?’ এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগই শেষ নয়। এ ধরনের মন্তব্যের জন্য আপনাদের হিসাব দিতে হবে। কি করে একজন পুলিশ কমিশনার এ ধরনের কথা বলেছেন, সেটা শুনে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্মকর্তা হয়ে তাঁরা সম্পূর্ণভাবে রাজনৈতিক, অশালীন এবং শিষ্টাচারবহির্ভূত কথা বলতে পারেন, সেটা আমরা চিন্তাও করতে পারছি না। সরকারকে এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ! সরকারি কর্মকর্তা হিসেবে যাদের রাজনৈতিক কথাবার্তা বলা কন্ডাক্টের বাইরে। সেখানে তারা তিন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষকের স্ত্রী এবং যিনি চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন, গণতন্ত্রের জন্য গৃহবন্দী হয়ে আছেন, তাঁর সম্পর্কে অশালীন উক্তি করতে পারেন—এটা আমরা ভাবতেও পারি না।’
ডিএমপি কমিশনারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফখরুল বলেন, ‘এ ধরনের দায়িত্বশীল উচ্চশিক্ষিত মানুষের মুখ থেকে যখন এমন কথাবার্তা আসে, তখন এই জাতি এবং সরকার সম্পর্কে এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। আপনারা মনে করবেন না, যে আওয়ামী লীগই শেষ। অবশ্যই পরিবর্তন হবে। তখন এর জবাবদিহি করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের এমন আচরণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর লজ্জাজনক নিষেধাজ্ঞা আসে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকারের বেআইনি হুকুম তালিম করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। বাংলাদেশের জনগণ এটাতে লজ্জিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের একটা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেটাও মানবাধিকার লঙ্ঘনের কারণে।’
এএবির আয়োজনে ‘আওয়ামী লীগ সরকারের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আ ন হ আখতার হোসাইন পিইঞ্জ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সহসভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু। এ ছাড়া পেশাজীবীদের এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৪ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
৬ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
৬ ঘণ্টা আগে