অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দু-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারব, তাঁর লাইন অব ট্রিটমেন্টটা (চিকিৎসার ধরন) কী হবে। পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড করেছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে চলা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাঁরা আমাদের প্রশংসা করেছেন।’
বিএনপির চেয়ারপারসনকে লন্ডনের পর আরেকটি পর্যায়ের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনার কথা আগে বলা হয়েছিল। তার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার (লন্ডনের) চিকিৎসকদের ওপর। তাঁরা যদি মনে করেন, উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।
জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দু-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারব, তাঁর লাইন অব ট্রিটমেন্টটা (চিকিৎসার ধরন) কী হবে। পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড করেছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে চলা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাঁরা আমাদের প্রশংসা করেছেন।’
বিএনপির চেয়ারপারসনকে লন্ডনের পর আরেকটি পর্যায়ের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনার কথা আগে বলা হয়েছিল। তার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার (লন্ডনের) চিকিৎসকদের ওপর। তাঁরা যদি মনে করেন, উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।
শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
৯ ঘণ্টা আগেনাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের
১০ ঘণ্টা আগে‘আমরা খবর পাচ্ছি, যাঁরা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীত
১১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার সাহসী সন্তানেরা বারবার রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।
১১ ঘণ্টা আগে