টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১৬ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
১৭ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১৭ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১৭ ঘণ্টা আগে