Ajker Patrika

আ.লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহে আলম মুরাদ। ছবি: সংগৃহীত
শাহে আলম মুরাদ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

৬ এপ্রিল সকাল ৭টার দিকে ঢাকায় একটি ঝটিকা মিছিল করেন মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিল করা হয়। ওই ঝটিকা মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ­মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পলাতক বা আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের অনেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। শাহ আলমের বিরুদ্ধেও ছয়টি ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত