Ajker Patrika

এই পরিস্থিতিতে আনন্দের সঙ্গে ঈদ পালন করা সম্ভব নয়: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই পরিস্থিতিতে আনন্দের সঙ্গে ঈদ পালন করা সম্ভব নয়: মির্জা ফখরুল 

দেশের বিরাজমান পরিস্থিতিতে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করা সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ঈদুল ফিতর উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রত্যাশা করি যেন দেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, যেভাবে সাধারণ মানুষ চাকরিচ্যুত হচ্ছে, সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব নয়।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘এবার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। আমাদের দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। দলের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছয়শ’র বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী শাসন আজকে গণতন্ত্রকে হরণ করেছে, দেশের মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে।’ 

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। আজ এই কথা শুধু আমরা বলছি না। বিদেশেও বলা হচ্ছে যে, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

মহাসচিব বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যারাই গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে, তাদেরকেই দমন করেছে।’ 

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জিয়ার সমাধি প্রাঙ্গণে ফাতিহা পাঠ ও দোয়া করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত