Ajker Patrika

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে: ফখরুল 

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করা এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন তিনি। 

বুধবার সকালে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের গুম করা, ৩৫ লাখ মামলা আর নির্যাতনের পরেও আজও বিএনপি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধতার মাঝেও বিএনপি তার কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অত্যন্ত সুসংগঠিত। সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি। জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করছি সামনের বছর এবং তারপরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারব। আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব।’ 

জিয়ার কবরে লাশ না থাকার সমালোচনার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে, আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত