নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সেলিমা রহমান বলেন, ‘এখনো বিএনপির নামে চাঁদাবাজি, বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন।’
এ অবস্থায় নতুন করে দলে আর কাউকে জায়গা না দেওয়ারও আহ্বান জানান তিনি। দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢোকাবেন না। কারণ এরা আওয়ামী লীগের, এরা এখন দলে ঢোকার চেষ্টা করছে।’
‘স্বৈরাচাররা চুপচাপ নেই’ মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ বাড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে অপচার করছে। তাঁরা বিভিন্নভাবে ছল-চাতুরী করে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সরকার পতনের আন্দোলনে যুক্ত দলগুলোর ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে। আমাদের এক থাকতে হবে।’
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারও বলছি, আপনারাই এ দেশের ভবিষ্যৎ, আপনরাই এ দেশ শাসন করবেন, আপনারা সততার সঙ্গে সংঘবদ্ধ হোন।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্ম ভোটার হয়েছে। কিন্তু দীর্ঘ ১৭ বছর তাঁরা ভোট দিতে পারেন নাই। কোনো নির্বাচিত প্রতিনিধিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে নাই।’
ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে জিয়া প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া প্রজন্মের সভানেত্রী পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারীরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সেলিমা রহমান বলেন, ‘এখনো বিএনপির নামে চাঁদাবাজি, বিভিন্ন রকম কথা আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা কিন্তু বিএনপি নামে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের বিভিন্ন লোকজন।’
এ অবস্থায় নতুন করে দলে আর কাউকে জায়গা না দেওয়ারও আহ্বান জানান তিনি। দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সাবধান, এখন নতুন কোনো কাউকে দলে ঢোকাবেন না। কারণ এরা আওয়ামী লীগের, এরা এখন দলে ঢোকার চেষ্টা করছে।’
‘স্বৈরাচাররা চুপচাপ নেই’ মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ বাড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে অপচার করছে। তাঁরা বিভিন্নভাবে ছল-চাতুরী করে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সরকার পতনের আন্দোলনে যুক্ত দলগুলোর ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে। আমাদের এক থাকতে হবে।’
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। নতুন প্রজন্মকে আবারও বলছি, আপনারাই এ দেশের ভবিষ্যৎ, আপনরাই এ দেশ শাসন করবেন, আপনারা সততার সঙ্গে সংঘবদ্ধ হোন।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্ম ভোটার হয়েছে। কিন্তু দীর্ঘ ১৭ বছর তাঁরা ভোট দিতে পারেন নাই। কোনো নির্বাচিত প্রতিনিধিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতে পারে নাই।’
ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে জিয়া প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া প্রজন্মের সভানেত্রী পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমীনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
১৪ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
১৬ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
২০ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১ দিন আগে