Ajker Patrika

দায়িত্ব নেওয়ার ৮ মাস পরও উপদেষ্টাদের কেউ ইলিয়াস আলীর বাসায় যায়নি: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুমের ঘটনায় এখন পর্যন্ত বিচারের অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও কোনো উপদেষ্টা তাঁর (ইলিয়াস আলী) বাড়িতে যাননি। শুধু ইলিয়াস আলী নন, যাঁরা গুমের শিকার হয়েছেন, তাঁদের কারও পরিবারের পাশে দাঁড়ায়নি এই সরকার।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতা–কর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বিচার করবেন কি করবেন না, তা আমরা বুঝে গেছি। আট মাস হয়ে গেল এখনো বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যাঁরা উপদেষ্টা আছেন, তাঁরা কেউ তাঁর বাসায় যাননি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পাঁচ মাস পরে আয়নাঘরে গিয়েছিলেন, কিন্তু যাঁরা গুম হয়েছেন, তাঁদের বাসায় যাননি কেন? গুম-খুনের বিচারের উদ্যোগ নেন। যাঁরা লুটপাট করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, তাঁদের আইনের আওতায় আনেন।

নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছন, বাংলাদেশে কী করবেন, কী করবেন না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরে নির্বাচন হবে, তা নির্দিষ্ট করে বলেন।

শেখ হাসিনার ফাঁসি দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির নেতা ইলিয়াস আলীসহ বিএনপির যুব–ছাত্র অসংখ্য নেতাদের শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে। এর জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি।’

ফ্যাসিবাদ তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার মন্তব্য করে দুদু বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয়, তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান–টুর ব্যাপার। সেটি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। আপনাকে (ইউনূস) ফুলের মালা দিয়ে বরণ করেছি, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির ইচ্ছা এখন পর্যন্ত।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী–সন্তানদের মনে যে কষ্ট, তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না। আবার জীবিত আছে, সেটাও লিখতে পারে না। তাদের কবরও জিয়ারত করতে পারে না। এ রকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে। সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে। এই সরকারের ঢিলে তৎপরতার ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। এ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এর জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতাদের প্রোগ্রামে আনতে হবে, তাদের দিয়ে বক্তব্য দেওয়াতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে প্রশাসনের ওপর দুটি জিনিস ভর করেছে। একটি হচ্ছে, কোনো রকমে অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া। আরেকটি হচ্ছে, কোনো ফাইল এলে সেটা ধীরগতি করে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত