Ajker Patrika

লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার শপথ বিএনপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার শপথ বিএনপির 

গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে বিএনপি। আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বর উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বিএনপি। দিনটিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। 

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, আমাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনা, একটা মুক্ত সমাজ, সমৃদ্ধ অর্থনীতি গড়ার জন্য আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে আমরা এই লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব।’ 

মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বরের ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, হারিয়ে যাওয়া বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। আমরা লড়াই করছি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত