Ajker Patrika

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯: ৫৫
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা কারাগারে

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে বিন ইয়ামিনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। 

গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনায় রাজধানীর পল্টন থানায় ভবনমালিকের করা মামলায় তদন্ত কর্মকর্তা বিন ইয়ামিনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। কিন্তু মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ৭ আগস্ট রিমান্ড শুনানি দিন ধার্য করেন।

এক মামলায় জামিন হওয়ার পরেও অন্য মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ থাকায় বিন ইয়ামিন মুক্তি পাননি। 

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিলসহ ভাঙচুর করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তাঁর বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত