Ajker Patrika

আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে: সাকি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৫
আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে: সাকি 

আওয়ামী লীগ জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পিটিয়ে, গুম করে, মামলা-হামলা করে মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগের বিদায়ঘণ্টা বেজে উঠেছে, তারা জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। 

জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার সমাবেশ ও গণমিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। গণমিছিলটি পল্টন-বিজয়নগর ঘুরে কাকরাইলে গিয়ে শেষ হয়। 

গণমিছিল-পূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘এরই মধ্যে আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজে উঠেছে। গত দুই দিনে বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে। বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, একই সঙ্গে আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে।’

জোনায়েদ সাকি আরও বলেন, ‘ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আশ্বাস দিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন দেবেন, কিন্তু তিনি সেটি করেননি। ২০১৮ সালে মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আর গুন্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্স ভরেছিল। দেশের ইতিহাসে এমন কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটেনি।’ 

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘৩০ ডিসেম্বর মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপরে দমন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় আছে। নির্বাচনের আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। পদত্যাগের পরে আলাপ-আলোচনা করে একটি নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।’ 

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের সব রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১১ জানুয়ারি প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালন করবে।’ 

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক স্বপন উদ্দীন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত