Ajker Patrika

প্রধান বিচারপতির বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ২৯
প্রধান বিচারপতির বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

রমনা জোনের সহকারী কমিশনার (এসি) সালমান ফারসি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের এই স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কথা শোনেনি। এরপর পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।’

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে প্রায় ১৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন

আজকের পত্রিকার প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী লাঠি ও ইট-পাটকেল নিয়ে কাকরাইল মসজিদের মোড়ে অবস্থা করেন। এ সময় তারা পুলিশকে ধাওয়া দেন। তখন জলকামান ও রায়োট নিয়ে পুলিশ পিছু হটে। এই সুযোগে কিছু নেতা-কর্মী পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ওই স্থানে প্রধান বিচারপতির বাসভবন থাকায় ইট-পাটকেল গিয়ে সেখানে পড়ে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন

পরে পুলিশ শক্তি প্রয়োগ করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত