Ajker Patrika

ঢাকা সিটি কলেজে সকাল ৮টায় ভোট দেবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫: ১০
ঢাকা সিটি কলেজে সকাল ৮টায় ভোট দেবেন শেখ হাসিনা

আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এ সময় প্রধানমন্ত্রী বিটের এসবি পাসধারী প্রত্যেক মিডিয়ার একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে কাভারেজের জন্য থাকতে পারবেন বলেও জানানো হয়। 

এর আগে ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত