Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধে নেতা-কর্মীদের পাঁচ নির্দেশনা দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৮: ২৯
ডেঙ্গু প্রতিরোধে নেতা-কর্মীদের পাঁচ নির্দেশনা দিল আওয়ামী লীগ

ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের প্রতি পাঁচটি নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা প্রতিপালনের জন্য দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার গণমাধ্যমে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 

এর আগে আজ মঙ্গলবার সকালে কৃষক লীগের কর্মসূচিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় দেশের জনগণকে সচেতন হওয়ার অনুরোধ করেন। তিনি দলীয় সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি নির্দেশনা দিয়ে বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মশানিধনের জন্য নেতা-কর্মীদেরও মাঠে নামতে হবে। খুঁজে বের করতে হবে কোন জায়গায় পানি জমে আছে, মশা আছে, সেগুলো যেন তাড়াতাড়ি দূর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের সর্বস্তরের নেতা-কর্মীর পাশাপাশি দলীয় সংসদ সদস্য ও সব জনপ্রতিনিধিগণ, ওলামা-মাশায়েখসহ সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

নির্দেশনা পাঁচটি হলো, সবাইকে মশারি ব্যবহার করতে হবে; বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে; চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে; নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে হবে; সব এলাকায় মশকনিধন অভিযান চালাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত