Ajker Patrika

ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সিইসিকে হিরো আলমের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৪: ৪৪
ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সিইসিকে হিরো আলমের চিঠি

ঢাকা-১৭ উপনির্বাচনের ফলাফল বাতিল চেয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এসংক্রান্ত চিঠি দেন তিনি। 

হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আজকে আপিল করলাম। এখন আপিলের শুনানির অপেক্ষায় থাকি। মন্ত্রিপরিষদ ও স্পিকারকে অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারেন। ফলাফলটা আগে দেখবেন।’ 

ডিএমপি কমিশনারের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘গতকাল ডিএমপি কমিশনার কিছু কথা বলেছেন, তিনি বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাঁকে একটি কথাই বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন যে, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমরা নাকি তাঁকে বলে যাইনি। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো পুলিশ ছিল, তাহলে বলে কেন যেতে হবে? তাঁরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’ 

তিনি বলেন, ‘এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। বগুড়ায় ও ঢাকায় মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করব? মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের সামনে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসেবে আমি জনগণের পেছনে কাজ করতেছি। এর বাইরে কিছু না। জনগণ আশা হারিয়ে ফেলেছে যে, ভোটকেন্দ্রে গিয়ে কী হবে?’ 

সিইসিকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘নির্বাচনের দিন ই-মেইলে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। বিকেল ৩টায় বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে সরকারদলীয় ক্যাডার দ্বারা আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়, যা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে। ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি এই নির্বাচন বিধিসম্মত হয়নি।’ 

প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল করে পুনর্নির্বাচনের লিখিত দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত