Ajker Patrika

মোমেনের আসন থেকে সরে দাঁড়ালেন সিরাজ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২৩: ১০
মোমেনের আসন থেকে সরে দাঁড়ালেন সিরাজ 

শারীরিক অসুস্থতা পারিবারিক কারণ দেখিয়ে সিলেট-১ আসন থেকে নিজের স্বতন্ত্র হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত তিনসহ ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে আজ (রোববার) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন মিসবাহ উদ্দিন সিরাজ। 

এ সময় মিসবাহের স্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 

তবে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রত্যাহারপত্র জমাদানকালে সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। 

মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। 

ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে রয়েছেন ড. মোমেন। 

মনোনয়ন প্রত্যাহার করা অন্যান্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির তিনজন, তৃণমূল বিএনপির একজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত