Ajker Patrika

সরকার গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে। প্রশাসন দখল করেছে, আইনশৃঙ্খলা বাহিনী দখল করেছে, আইন-আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে। প্রমাণ চান? এই সব জায়গায় গেলেই বুঝতে পারবেন।’ 

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’—এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করে নিয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশকে দখলমুক্ত করতে হবে। গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশটাকে দখল করেছে। এই দখল করার জন্য কারা কারা ছিল, কোন কোন পত্রিকা ছিল, কোন কোন দেশ ছিল তা আপনারা জানেন। সে সব দেশ কিন্তু এখন আর এই দখলকারীদের পাশে নেই। এখন চারপাশে কথাবার্তা শোনা যাচ্ছে, এই সরকার আর থাকতে পারবে না।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাসা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। ব্যাংকে টাকা ও সোনা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া আপনাকে আইনের আশ্রয় নিয়ে সসম্মানে দেশে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আপনি তাকে বিপরীত দিকে নিয়ে গেছেন। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে যদি আপনাদের আইন আদালত বিচারের সম্মুখীন হতে হয় তাহলে হবেন।’ 

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘২০১৮ ও ২০১৪ সালে কোনো নির্বাচনী হয়নি। তাই সামনের নির্বাচনে মানুষের কথা বলা বন্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন করেছে। কথা একটাই এ সরকারকে আমরা বিদায় করব। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করব। একটি ভালো নির্বাচন করব।’ 

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার আবু হানিফ, মুক্তার আখন্দ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত