Ajker Patrika

প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা নাই, ক্ষমতা অন্যদের হাতে: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিরোধী দলকে প্রধানমন্ত্রী বললেন চা খেয়ে যান। তার পরই ভোলায় পুলিশের গুলিতে দুজন মারা গেলেন। তার মানে ওনার (প্রধানমন্ত্রীর) হাতে ক্ষমতা নাই। ক্ষমতা অন্যদের হাতে। চাবিকাঠি অন্য জায়গায়।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জনতার অধিকার পার্টি (পিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পুলিশের যেখানে লাঠিচার্জ করার কথা সেখানে গুলি করছে। তার কারণ হলো কোনো নিয়মের তোয়াক্কা করছে না। একটা জায়গা গুলি করতে হলে ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমিত লাগত। এখন তা নেই। আজকে সেই ক্ষমতা এসপির হাতে দিয়ে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য জাফরুল্লাহ আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে আসতে এত ভয় পাচ্ছেন কেনো? দিয়ে দেখেন নাহ? চলে গেলে তো ভালোই। জিতে গেলে চরিত্রের পরিবর্তন করলেন। আর কত দিন, অনেক দিন করেছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হলে দেশ তিন মাসে পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেন গণস্বাস্থ্য ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার মুক্তির দাবি করে তিনি বলেন, বিনা বিচারে, অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। যে টাকা চুরি করে নাই, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে রাখার জন্য জেল খাটাতে হয়। এ জন্য তাকে আটকে রাখা হয়েছে। দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে, সুশাসন প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে খালেদা জিয়াকে আগে জামিন করাতে হবে বলে দাবি জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী ৷

বর্তমান সরকারের বিরুদ্ধে কীভাবে আন্দোলনটা করা যায় তার জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকল বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ হবে বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আজকে নির্বাচনের দিকে তাকিয়ে লাভ নেই, লড়াই করতে হবে। যতগুলো দল পারেন একত্রিত হয়ে এক মঞ্চে না হোক অন্তত যুগপৎ অভিন্ন আন্দোলন করতে হবে।’ 

ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সংরক্ষণ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান ব্যবস্থাকরণসহ সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে জনতার অধিকার পার্টি। লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলটির চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। জাতির সঙ্গে বেইমানি না করে পার্টির পক্ষ থেকে দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত