Ajker Patrika

আগামী এক মাস প্রস্তুত থাকবেন, ডাকলেই সাড়া দেবেন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী এক মাস প্রস্তুত থাকবেন, ডাকলেই সাড়া দেবেন: গয়েশ্বর

আগামী এক মাস নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরিস্থিতি যতই কঠিন হোক নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। 

আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগের একটি হোটেলে পিরোজপুর জেলা বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ব্যবসায়ী মাহমুদ হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা দেশপ্রেমিক, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটাধিকারে বিশ্বাসী, যারা সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছেন, বিজয় না হওয়া পর্যন্ত কারও ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি দ্রুত রাজপথে ফয়সালা করতে চাই। এখন থেকে আগামী একটি মাস আপনারা প্রস্তুত থাকবেন, যখন যে ডাক আসবে, সেই ডাকে সাড়া দেবেন। নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকবেন, যত কঠিন হোক প্রস্তুত থাকবেন। নিজ নিজ এলাকা নিজেরা মোকাবিলা করবেন। এই দেশটা জনগণের। জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত