নারায়ণগঞ্জ প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সংস্কারের জন্য এই সংলাপ চলছে। সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
সোমবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের দশ পাইপ এলাকায় মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
এদিন মহানগর গণ অধিকার পরিষদের ৪৪ সদস্যের কমিটি ঘোষণা দেন রাশেদ।
রাশেদ খান জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ যে দোষে দোষী, জাতীয় পার্টিও সেই একই দোষ দোষী। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে তাহলে জাতীয় পার্টিও রাজনীতি করতে পারবে না। চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই আওয়ামী লীগের দোসর। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামে রাজনীতি করতে পারবে না।
এ সময় রাশেদ খান ২০১৪ সাল থেকে যে ‘ডামি নির্বাচন’ হয়েছে এবং সেগুলোতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর নামে ইতিমধ্যে মামলা হয়েছে। কিন্তু এই সরকার তাঁদের গ্রেপ্তার করছে না। বরং তাঁদের সংলাপে ডাকছে। মামলা হওয়ার পরও কীভাবে জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন আমরা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই।
রাশেদ খান বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা চাই না আওয়ামী লীগ ও তার দোসরেরা নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি সেটা করে তাহলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দোসরদের রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। আমরা চাই না এই পাচারকারী এবং গণহত্যাকারীরা আবার সংসদে পুনর্বাসিত হোক। সুতরাং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে না বলতে হবে। তারুণ্যের শক্তিকে হ্যাঁ বলতে হবে।’
অনুষ্ঠানে আরিফ ভূইয়াকে সভাপতি, রুহুল আমিনকে (রাহুল) সাধারণ সম্পাদক ও রাকিব মাহমুদ কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিটি ঘোষণা করা হয়।
সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন। কিন্তু তাঁর কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর।
১১ ঘণ্টা আগেঅভ্যুত্থানের অংশীদার পক্ষগুলোর বিভেদ এবং ভুলের কারণে পৃথিবীতে বেশির ভাগ বিপ্লব ও গণ-অভ্যুত্থান চূড়ান্ত সফলতার মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেন-জিরা আবার রাজপথে নামবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
১৩ ঘণ্টা আগেদলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি...
১৫ ঘণ্টা আগেআগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগে