Ajker Patrika

নির্বাচন কমিশনেও থাকবেন মুজিবকোট পরা লোকেরাই: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনেও থাকবেন মুজিবকোট পরা লোকেরাই: রিজভী 

ইসি আইন করার পেছনে সরকারের গভীর চক্রান্ত ও দুরভিসন্ধি আছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘সার্চ কমিটিতে মুজিবকোট লোকেরাই থাকবেন’ এই মন্তব্য করার পরে এবার তিনি বললেন, ‘মুজিবকোট পরা মানুষদের নিয়ে নির্বাচন কমিশনও গঠন করা হবে।’ 

আজ সোমবার রাজধানীর বনানী কবরস্থানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। 

ইসি আইনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নানা কথা বলছে-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন অভিযোগের জবাবে রিজভী বলেন, ‘একটা (আওয়ামী লীগ) হলো একদলীয় শাসন চায়। আর আরেকটি দল (বিএনপি) চায় বহুদলীয় গণতন্ত্র। তো দুটোর মধ্যে পার্থক্য থাকবে। আমাদের বক্তব্য এবং তাঁদের বক্তব্যে পার্থক্য থাকবে।’

তিনি বলেন, ‘ওটা একটা একদলীয় পার্লামেন্ট। সেখানে যে আইন হবে, সেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। সার্চ কমিটির যে খসড়া এখন উপস্থাপন করা হয়েছে, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন, অর্থাৎ মুজিবকোট পরা মানুষগুলোকেই সার্চ কমিটিতে আনা হবে। ওনারা সার্চ করে যে ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশন গঠন করবেন, তাঁরাও সেই মুজিবকোট পরা মানুষই হবেন। এটা একেবারেই একতরফা। যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওইরকম আরেকটি কমিশন তাঁরা করছে। এটা একটা ড্রেস রিহার্সাল।’ 

রিজভী আরও বলেন, ‘যে আইন করার কথা বলছে, সেটা কোন পার্লামেন্টে করবেন? যে পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব নাই। সেই পার্লামেন্টে যে আইন হবে, সেই আইন তো বাকশালি আইন হবে। একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে নির্বাচন কমিশন হওয়া দরকার, সেই আইনে তা হবে না। এটা শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত