পটুয়াখালী প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। মাত্র ১০ মাসেই অন্তর্বর্তী সরকারের অবস্থা লেজেগোবরে হয়ে গেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
আজ বুধবার পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘ভালো-মন্দ যাই হোক, একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। আমরা শুরুর দিকে বলেছিলাম, দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করুন, যেখানে সব রাজনৈতিক দল ও মতের প্রতিনিধি থাকবে।
জাতীয় সরকার গঠন না করার কারণেই এই সরকার মাত্র ১০ মাসে লেজেগোবরে তালগোল পাকিয়ে ফেলেছে। সে কারণেই আমরা বলছি, যে পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন এবং একটি নির্বাচনের ব্যবস্থা করেন।’
নুর বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ডিসেম্বরের মধ্যেই জন-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের আয়োজন করুক। তারপরে নির্বাচিত যে সরকারই আসুক, সেটা বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন যেই হোক।
যে সরকার নির্বাচিত হবে, ওই সরকারের প্রতিনিধিরা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে আমরা আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করব। একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব না।’
সংস্কার প্রসঙ্গে গণঅধিকারের সভাপতি বলেন, ‘জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলছি। যেমন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা। আর এই সংস্থাগুলোর সংস্কার যদি না হয়, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে।
সে কারণে আমরা বলছি, শুধু মৌলিক পরিবর্তন নয়, প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। ফ্যাসিস্টদের বিচার এই সরকার চাইলেও করে যেতে পারবে না, কারণ বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে সভার বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম শিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। মাত্র ১০ মাসেই অন্তর্বর্তী সরকারের অবস্থা লেজেগোবরে হয়ে গেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
আজ বুধবার পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘ভালো-মন্দ যাই হোক, একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। আমরা শুরুর দিকে বলেছিলাম, দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করুন, যেখানে সব রাজনৈতিক দল ও মতের প্রতিনিধি থাকবে।
জাতীয় সরকার গঠন না করার কারণেই এই সরকার মাত্র ১০ মাসে লেজেগোবরে তালগোল পাকিয়ে ফেলেছে। সে কারণেই আমরা বলছি, যে পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন এবং একটি নির্বাচনের ব্যবস্থা করেন।’
নুর বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ডিসেম্বরের মধ্যেই জন-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের আয়োজন করুক। তারপরে নির্বাচিত যে সরকারই আসুক, সেটা বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন যেই হোক।
যে সরকার নির্বাচিত হবে, ওই সরকারের প্রতিনিধিরা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে আমরা আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করব। একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব না।’
সংস্কার প্রসঙ্গে গণঅধিকারের সভাপতি বলেন, ‘জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলছি। যেমন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা। আর এই সংস্থাগুলোর সংস্কার যদি না হয়, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে।
সে কারণে আমরা বলছি, শুধু মৌলিক পরিবর্তন নয়, প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। ফ্যাসিস্টদের বিচার এই সরকার চাইলেও করে যেতে পারবে না, কারণ বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে সভার বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম শিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান।
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
৮ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
১০ ঘণ্টা আগে