Ajker Patrika

খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আমীর খসরু

অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলেই তিনি দেশ ছাড়বেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) তো বিদেশ যাচ্ছেন। কিন্তু আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। যাওয়ার জন্য কিছু প্রক্রিয়া থাকে, সেই কাজগুলো চলছে। সেই কাজ সম্পন্ন হলেই উনি যাবেন।’

খালেদা জিয়াকে ঠিক কবে নাগাদ দেশের বাইরে নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো বলা যাচ্ছে না। যদি দুই-তিন দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়, তবে দুই তিন দিনের মধ্যে যাবেন। এক সপ্তাহ পরে প্রক্রিয়া শেষ হলে এক সপ্তাহ পরে যাবেন। আমরা আশা করছি খুব বেশি সময় লাগবে না।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ‌রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

দলীয় সূত্র বলছে, লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেয়া হবে। সেখান থেকে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি যেতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত