অনলাইন ডেস্ক
আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।
আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তাঁরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা তাঁর জন্য শুভকামনা জানিয়েছি।’
সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো।’
রাতে ফিরোজায় যান, বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দলীয় সূত্র বলছে, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। এ উপলক্ষেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। সাক্ষাতে খালেদা জিয়া বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।
আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া।
আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তাঁরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোন আলাপ হয়নি। আমরা তাঁর জন্য শুভকামনা জানিয়েছি।’
সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের জন্য কাজ করো।’
রাতে ফিরোজায় যান, বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দলীয় সূত্র বলছে, ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। এ উপলক্ষেই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ। সাক্ষাতে খালেদা জিয়া বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১০ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
১১ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১১ ঘণ্টা আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১১ ঘণ্টা আগে