নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’
হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’
বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’
হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।’
২২ মিনিট আগেজার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগেচোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে