নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতায় টিকে থাকার নীলনকশা বাস্তবায়নে সরকার নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসব করে জনগণকে বোকা বানানো যাবে না এবং সরকারেরও শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। এখান থেকে আগামী ১৮ মার্চ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।
পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক দুষ্টুমি করছে (সরকার), অনেক চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করেছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব বন্ধ করতে হবে। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এ জন্যই আপনাদের গাত্রদাহ হচ্ছে, দুষ্টুমি করার চেষ্টা করছেন। বারবার উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণ তাদের আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে তারা জয়ী হবে, তারপরেই ঘরে ফিরে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এর মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘জনগণের দাবিকে উপেক্ষা করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়। এ জন্য তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে। গ্রেপ্তার, হামলা, গায়েবি মামলা দিয়ে সরকার দেশের মানুষকে স্তব্ধ করে রাখতে চায়। গত ১৪-১৫ বছর ধরে এই একই অস্ত্র তারা ব্যবহার করে চলেছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোথাও সফল হতে পারেনি। এখন আবার তাদের খায়েশ হয়েছে—তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এ জন্য তারা আবারও নীলনকশার নির্বাচন করতে চায়। দেশটা তাদের জমিদারি। আমরা তাদের প্রজা। আমাদের সঙ্গে তারা সেই আচরণই করছে।’
মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা ঘোষণা করেছি। সেখানে বলেছি সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।’
ক্ষমতায় টিকে থাকার নীলনকশা বাস্তবায়নে সরকার নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসব করে জনগণকে বোকা বানানো যাবে না এবং সরকারেরও শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। এখান থেকে আগামী ১৮ মার্চ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।
পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক দুষ্টুমি করছে (সরকার), অনেক চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করেছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব বন্ধ করতে হবে। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম থেকেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এ জন্যই আপনাদের গাত্রদাহ হচ্ছে, দুষ্টুমি করার চেষ্টা করছেন। বারবার উত্তেজিত করার চেষ্টা করছেন। জনগণ তাদের আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে তারা জয়ী হবে, তারপরেই ঘরে ফিরে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। ১০ দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, এর মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘জনগণের দাবিকে উপেক্ষা করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়। এ জন্য তারা আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে। গ্রেপ্তার, হামলা, গায়েবি মামলা দিয়ে সরকার দেশের মানুষকে স্তব্ধ করে রাখতে চায়। গত ১৪-১৫ বছর ধরে এই একই অস্ত্র তারা ব্যবহার করে চলেছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোথাও সফল হতে পারেনি। এখন আবার তাদের খায়েশ হয়েছে—তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এ জন্য তারা আবারও নীলনকশার নির্বাচন করতে চায়। দেশটা তাদের জমিদারি। আমরা তাদের প্রজা। আমাদের সঙ্গে তারা সেই আচরণই করছে।’
মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা ঘোষণা করেছি। সেখানে বলেছি সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।’
ইশরাক হোসেন বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তি বাক্স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার-বহির্ভূত কথা বলছে, সেটিকে গণতন্ত্র বলে না। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী...
৭ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে ভোট নয়, রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়াকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনে পাঁচ বা সাত সদস্যের কমিটির যে দুটি প্রস্তাব এসেছে, আমরা কোনোটিরই বিরোধিতা করছি না।
৭ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।
৭ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আদালতের রায়ের ওপর বিএনপি আস্থা রাখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলটি মনে করে, জাতীয় সংসদেরও সম্পূর্ণ এখতিয়ার রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার। একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ
৮ ঘণ্টা আগে