Ajker Patrika

টিকার মজুত অপ্রতুল: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার মজুত অপ্রতুল: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত টিকার মজুত মাত্র ৫৭ লাখ যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আবার সরকারি ভাবে বলা হয়েছে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় জনগোষ্ঠীকে টিকা দিতে এক ডোজ করে ৪ থেকে ৫ বছর সময় লেগে যাবে এবং দুই ডোজ করে দিতে গেলে এর প্রায় দ্বিগুণ সময় লাগবে।’

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন। এ অবস্থায় মহামারি করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সঙ্গে গণ টিকা কর্মসূচি জোরালো করার আহ্বান জানান তিনি।

জি এম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এখন সারা দেশই করোনার হট স্পট হয়ে উঠেছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সঙ্গে ভয়াবহ ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে করোনা কেমন অবর্ণনীয় ভয়াবহতার দিকে নিয়ে যাবে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন।

জাপা চেয়ারম্যান আরও বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ৩ লাখ ডোজ পেয়ে প্রায় ৪৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে। ১৪ লাখ ৪০ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পায়নি। যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত