নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান এক দফা আন্দোলন সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুগপৎ আন্দোলনের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।
আমীর খসরু বলেন, ‘এই আন্দোলনে সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং আন্দোলন একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের যুগপৎ আন্দোলন অব্যাহত আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাঁরা শুধু এই আন্দোলনের শরিক নয়, তাঁরা একেবারে সক্রিয়ভাবে আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আর সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা সক্ষম হয়েছি।’
বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমরা আন্দোলনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলাপ-আলোচনা করেছি। আর আগামীদিনের আন্দোলনের কর্মসূচির প্রক্রিয়া কি হবে—এ বিষয়ে সবাই মতামত দিয়েছেন। সেভাবেই আমরা সামনে এগিয়ে যাব।’
সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আলোচনায় যদি তাঁরা (ক্ষমতাসীন) আসতে চায় তাহলে বিএনপিসহ যুগপৎ-এ যারা আছি, আমরা সেই আলোচনায় যাব। এর বাইরে তাঁদের কথা মতো কোনো আলাপ-আলোচনার সুযোগ নাই।’
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমরা সবাই যৌথভাবেই আন্দোলনে আছি। বাংলাদেশের সবার একটি দাবি, সেটা হচ্ছে-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন হতে নিরপেক্ষ সরকারের অধীনে।’
বৈঠকে আমীর খসরুর নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও অংশ নেন।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে বৈঠকে দলটির নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, পিপলস পার্টির বাবুল সরদার চাখারী, মোহাম্মদ আবদুল কাদের, পারভীন নাসের খান অংশ নেন।
চলমান এক দফা আন্দোলন সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুগপৎ আন্দোলনের শরিক গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।
আমীর খসরু বলেন, ‘এই আন্দোলনে সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং আন্দোলন একটি সফল সমাপ্তির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের যুগপৎ আন্দোলন অব্যাহত আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাঁরা শুধু এই আন্দোলনের শরিক নয়, তাঁরা একেবারে সক্রিয়ভাবে আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আর সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা সক্ষম হয়েছি।’
বৈঠক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমরা আন্দোলনের বিভিন্ন দিকগুলো নিয়ে আলাপ-আলোচনা করেছি। আর আগামীদিনের আন্দোলনের কর্মসূচির প্রক্রিয়া কি হবে—এ বিষয়ে সবাই মতামত দিয়েছেন। সেভাবেই আমরা সামনে এগিয়ে যাব।’
সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আলোচনায় যদি তাঁরা (ক্ষমতাসীন) আসতে চায় তাহলে বিএনপিসহ যুগপৎ-এ যারা আছি, আমরা সেই আলোচনায় যাব। এর বাইরে তাঁদের কথা মতো কোনো আলাপ-আলোচনার সুযোগ নাই।’
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমরা সবাই যৌথভাবেই আন্দোলনে আছি। বাংলাদেশের সবার একটি দাবি, সেটা হচ্ছে-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন হতে নিরপেক্ষ সরকারের অধীনে।’
বৈঠকে আমীর খসরুর নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও অংশ নেন।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে বৈঠকে দলটির নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, পিপলস পার্টির বাবুল সরদার চাখারী, মোহাম্মদ আবদুল কাদের, পারভীন নাসের খান অংশ নেন।
জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগেচোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
১ দিন আগে