Ajker Patrika

কাজী জাফরুল্লাহ্কে নিক্সন বললেন, মাঠে আসেন, ভোটের খেলা হবে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১: ১২
কাজী জাফরুল্লাহ্কে নিক্সন বললেন, মাঠে আসেন, ভোটের খেলা হবে

ফরিদপুর-৪ আসনের এমপি জনগণই নির্বাচিত করবেন বলে জানিয়েছেন এই আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঠে আসেন, ভোটের খেলা হবে। 

সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা থেকে আকোটেরচর জনসংঘ উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তা পরিদর্শনের সময় সোমবার সন্ধ্যায় চরবিষ্ণপুর তারা মোল্যার বাড়িতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি নিক্সন। 

মহামারি করোনার আড়াই বছরে কাজী জাফরুল্লাহ মাঠে আসেননি উল্লেখ করে এমপি নিক্সন বলেন, ‘আগামীতে সংসদ নির্বাচনে এখন তিনি মাঠে এসেছেন। জনগণকে সঙ্গে নিয়ে গত আট বছরে এই আসনের তিন উপজেলায় যে উন্নয়ন করেছি, গত ৩০ বছরে তা হয়নি। এই আসনে রাস্তাঘাট, বিদ্যুৎসহ প্রত্যন্ত চরাঞ্চলে যে উন্নয়ন করেছি, তার প্রতি শ্রদ্ধা রেখে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে।’ 

আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন বলেন, ‘আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নন। মাঠে আসেন, ভোটের খেলা হবে।’ 

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরবিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফার মিয়া, নিলয় চন্দ্র সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান গোলাম কাউছার, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত