Ajker Patrika

সবাই মিলে ধাক্কা দাও—মাফিয়া খেদাও: সমাজতান্ত্রিক ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ১০
সবাই মিলে ধাক্কা দাও—মাফিয়া খেদাও: সমাজতান্ত্রিক ফ্রন্ট

সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে মাফিয়া সরকার আওয়ামী লীগকে খেদাতে হবে। ক্ষমতা সংগ্রাম কমিটির হাতে ছেড়ে দিতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের নেতারা। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানানো হয়। 

মানববন্ধনে বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া বলেন, মাফিয়াদের থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে। খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। এ সময় বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, গণদুশমনদের সঙ্গ ছাড়েন। 

গণমুক্তি পার্টির সভাপতি আব্দুল মোনেম বলেন, সরকার একতরফা নির্বাচন করতে চলেছে। বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াও। ডিজিটাল রেফারেন্ডামের মাধ্যমে মতামতের ভিত্তিতে সর্বদলীয় সরকার হোক। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এম মান্নান, স্বদেশ পার্টির নেতা রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত