নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে।
জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’
শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।
দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে।
জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’
শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।
দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
রাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।
৯ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশের নেতা-কর্মীদের খোঁজখবর রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রতিটি থানায় ছাত্রলীগ নেতাদের তালিকা করা হচ্ছে। সংগঠনটির নেতা-কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে...
১৭ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না।’
২০ ঘণ্টা আগে