নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে ডেঙ্গু সংক্রামকের মতো ছড়িয়েছে। অথচ রাজধানীর দুই মেয়র ও স্থানীয় সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই। এমন পরিস্থিতিতেও মেয়রেরা অবকাশ যাপন করছেন এবং তাদের অধস্তনরা মশা নিধনের নামে দুর্নীতি করছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রাজধানীর দুই মেয়রের পদত্যাগ দাবি করেন।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং উত্তর সিটি নির্বাচনে তাবিথ আউয়াল রক্তদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন।
মির্জা ফখরুল বলেন, ‘করোনার সময়েও সরকার সেবা দিতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সরকার যখন নির্বাচিত না হয়, জনগণের কাছে যখন দায়বদ্ধতা থাকে না—তখন এই বিষয়গুলোর ওপর নজর থাকে না। আমি মনে করি, দুই মেয়রের পদত্যাগ করা উচিত।’
ডেঙ্গু সারা দেশে সংক্রামকের মতো ছড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে। তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, মারা যাচ্ছে।’
সরকার জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা শুধু কীভাবে নতুন নতুন বাজার তৈরি করবে, নতুন নতুন মাঠ ধ্বংস করে শপিং মল তৈরি করবে, রাস্তার পুরোনো গাছ কেটে নতুন করে গাছ লাগাবে এই সব দিকে নজর। জনগণের ন্যূনতম সেবা দেওয়া যে তাদের দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করছে না।
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু নয় দাবি করে ফখরুল বলেন, কলকাতার মতো জনবহুল একটা শহরেও তারা ডেঙ্গুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের। ঢাকার দুজন মেয়র জনগণের দ্বারা নির্বাচিত মেয়র নয়। এর ফলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।
বিএনপির মহাসচিব বলেন, মেয়র বিদেশে অবকাশ যাপনে চলে গেছেন। আর তাদের অধস্তন কর্মকর্তারা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ওষুধ আমদানি করেছে এবং বলেছে যে এটা অত্যন্ত ভালো ওষুধ। কিন্তু দেখা যাচ্ছে, এটার নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই নেই। আমদানি করতে গিয়েও তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। এই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দুর্নীতি। দুর্নীতি করেই তারা আজকে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রত্যেকটি খাতে আজকে দুর্নীতি যে পর্যায়ে চলে গেছে, যে বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি আয় হয়, গার্মেন্টস মালিকেরা এখন ডলার পাচ্ছে না। ডলারের দাম এমনভাবে বেড়ে গেছে যে তারা এখন ডলার পাচ্ছে না, পেমেন্টও করতে পারছে না। প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানুষের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে জানিয়ে ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা, শিক্ষা খাতে করুণ অবস্থা, অর্থনীতি চরমভাবে ধ্বংসের পথে চলে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা ওপর থেকে নামছে তারা নেমে বলছে, দুই ঘণ্টা ধরে ফার্মগেট পার হতে পারছে না।
আন্দোলন থেকে দেশীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের দৃষ্টি ভিন্ন দিকে সড়াতে ড. ইউনূসের ইস্যু সামনে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারটা আমরা এভাবে দেখি, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে। এই মুহূর্তে এটা দ্রুত বিচারে নিয়ে আসা এটা ডাইভারশন। অর্থাৎ আমাদের প্রধান যে ইস্যুটা সরকারের পদত্যাগ সেটাকে ডাইভার্ট করার জন্য ড. ইউনূসের ইস্যুটাকে আনা হয়েছে। তার পক্ষে কথা বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, এমন একটা রাষ্ট্র যেখানে সত্য কথা বলার কোনো উপায় নেই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, ন্যায়বিচার পাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই রাষ্ট্র অবশ্যই ভেঙে পড়ছে। অবিলম্বে দেশকে এই সরকারের হাত থেকে রক্ষা করতে না পারলে এই দেশ রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে ডেঙ্গু সংক্রামকের মতো ছড়িয়েছে। অথচ রাজধানীর দুই মেয়র ও স্থানীয় সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই। এমন পরিস্থিতিতেও মেয়রেরা অবকাশ যাপন করছেন এবং তাদের অধস্তনরা মশা নিধনের নামে দুর্নীতি করছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রাজধানীর দুই মেয়রের পদত্যাগ দাবি করেন।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং উত্তর সিটি নির্বাচনে তাবিথ আউয়াল রক্তদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন।
মির্জা ফখরুল বলেন, ‘করোনার সময়েও সরকার সেবা দিতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সরকার যখন নির্বাচিত না হয়, জনগণের কাছে যখন দায়বদ্ধতা থাকে না—তখন এই বিষয়গুলোর ওপর নজর থাকে না। আমি মনে করি, দুই মেয়রের পদত্যাগ করা উচিত।’
ডেঙ্গু সারা দেশে সংক্রামকের মতো ছড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে। তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, মারা যাচ্ছে।’
সরকার জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা শুধু কীভাবে নতুন নতুন বাজার তৈরি করবে, নতুন নতুন মাঠ ধ্বংস করে শপিং মল তৈরি করবে, রাস্তার পুরোনো গাছ কেটে নতুন করে গাছ লাগাবে এই সব দিকে নজর। জনগণের ন্যূনতম সেবা দেওয়া যে তাদের দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করছে না।
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু নয় দাবি করে ফখরুল বলেন, কলকাতার মতো জনবহুল একটা শহরেও তারা ডেঙ্গুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের। ঢাকার দুজন মেয়র জনগণের দ্বারা নির্বাচিত মেয়র নয়। এর ফলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।
বিএনপির মহাসচিব বলেন, মেয়র বিদেশে অবকাশ যাপনে চলে গেছেন। আর তাদের অধস্তন কর্মকর্তারা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ওষুধ আমদানি করেছে এবং বলেছে যে এটা অত্যন্ত ভালো ওষুধ। কিন্তু দেখা যাচ্ছে, এটার নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতাই নেই। আমদানি করতে গিয়েও তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। এই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দুর্নীতি। দুর্নীতি করেই তারা আজকে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রত্যেকটি খাতে আজকে দুর্নীতি যে পর্যায়ে চলে গেছে, যে বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি আয় হয়, গার্মেন্টস মালিকেরা এখন ডলার পাচ্ছে না। ডলারের দাম এমনভাবে বেড়ে গেছে যে তারা এখন ডলার পাচ্ছে না, পেমেন্টও করতে পারছে না। প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানুষের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে জানিয়ে ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা, শিক্ষা খাতে করুণ অবস্থা, অর্থনীতি চরমভাবে ধ্বংসের পথে চলে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা ওপর থেকে নামছে তারা নেমে বলছে, দুই ঘণ্টা ধরে ফার্মগেট পার হতে পারছে না।
আন্দোলন থেকে দেশীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের দৃষ্টি ভিন্ন দিকে সড়াতে ড. ইউনূসের ইস্যু সামনে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ড. ইউনূসের ব্যাপারটা আমরা এভাবে দেখি, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে। এই মুহূর্তে এটা দ্রুত বিচারে নিয়ে আসা এটা ডাইভারশন। অর্থাৎ আমাদের প্রধান যে ইস্যুটা সরকারের পদত্যাগ সেটাকে ডাইভার্ট করার জন্য ড. ইউনূসের ইস্যুটাকে আনা হয়েছে। তার পক্ষে কথা বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, এমন একটা রাষ্ট্র যেখানে সত্য কথা বলার কোনো উপায় নেই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, ন্যায়বিচার পাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই রাষ্ট্র অবশ্যই ভেঙে পড়ছে। অবিলম্বে দেশকে এই সরকারের হাত থেকে রক্ষা করতে না পারলে এই দেশ রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি অংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা থেকে পরিচালিত হচ্ছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের আশ্রয় নেওয়ার পর থেকে দলের শীর্ষ ও মধ্যম সারির অনেক নেতা এই দেশে অবস্থান করছেন।
৪৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অনুমোদিত এ কমিটিগুলোতে ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচি ‘বন্ধ’ ঘোষণার পরেও চলমান থাকা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিবির। ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত দুটি প্রতিবাদপত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
১৭ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগে