Ajker Patrika

‘বিআরটি গলার কাঁটা’ বলার আগে সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিআরটি গলার কাঁটা’ বলার আগে সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল: মির্জা ফখরুল

‘বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এখন গলার কাঁটা হয়ে গেছে’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার আগেই মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করেন তিনি। 

আজ রোববার বিকেলে গুলশানের একটি হোটেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমনটাই বলেন ফখরুল। ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ। 
 
মির্জা ফখরুল বলেন, ‘আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিআরটি প্রকল্প নাকি গলার কাটা হয়েছে। এই কথা বলার আগে তো তাঁর পদত্যাগ করা উচিত ছিল। এই প্রকল্প দিয়ে তারা ১০ বছরে ঢাকার মানুষকে যন্ত্রণায় রেখেছে। যে যন্ত্রণার কথা কল্পনাও করা যায় না।’ 

দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, সুদূরপ্রসারী চিন্তা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ওয়ান ইলেভেনে মাইনাস টু নেয়, মাইনাস গণতন্ত্র নিয়ে কাজ হয়েছে। 

বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) যে দুঃশাসান তা সবকিছুকে ছাড়িয়ে গেছে। অতীতের সব শাসনকে তারা ছাড়িয়ে গেছে। তাদের দুঃশাসনে দেশ পঙ্গু হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত