Ajker Patrika

ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ২৪
Thumbnail image

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ ও দুই শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিএনপি। গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে সভায় ফরিদপুরের ওই ঘটনার জন্য উদ্বেগ জানানো হয়।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটিকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে। এই কমিটির সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল, ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত