Ajker Patrika

‘মার্চ টু ঢাকা’ সফল করার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২৩: ৩৬
‘মার্চ টু ঢাকা’ সফল করার আহ্বান বিএনপির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে নেতা–কর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র–জনতার এক দফা আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করুন এবং নিজ নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখুন।’

একই সঙ্গে সব রাজনৈতিক দলের প্রতি ছাত্র–জনতার চলমান গণ–আন্দোলনে তাদের পাশে থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা–উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতা জবরদখল করে রাখা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ।’

মির্জা ফখরুল বলেন, ‘শনিবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রোববার সারা দেশে পরিকল্পিতভাবে সশস্ত্র নেতা–কর্মী জমায়েত করে গণতন্ত্রকামী ছাত্র-জনতার ওপর লেলিয়ে দেয়। ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা, তোপখানা রোডসহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। সারা দেশকেই আজ রণক্ষেত্রে পরিণত করে হত্যা, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালায়। আলোচনার কথা বলে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করছে স্বৈরাচারী সরকার।’

তিনি বলেন, ‘আজ দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। আন্দোলন দমন ও ভয়ভীতি প্রদর্শন করতে আজ সন্ধ্যা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বরাবরের মতো আজও আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের বাসাবাড়িতে আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নড়াইলের বাসভবন ও বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর ময়মনসিংহের বাসভবন, যশোরে বিএনপি কার্যালয়, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সিএনজি স্টেশনসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে সংঘাত, সংঘর্ষ উসকে দিয়ে আন্দোলনের বিজয় নস্যাৎ করতে চায়। অগ্নিগর্ভ বাংলাদেশে আন্দোলনরত জনগণ সরকারের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ অসহযোগ আন্দোলনসহ চলমান আন্দোলনে ছাত্র–জনতাকে হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত