নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। একদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ঢল, অন্যদিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।
পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সব পোস্টার ও ব্যানারে।
মঞ্চ প্রস্তুতির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী।
নবী উল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’
মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’
জানা গেছে, ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য ৫০ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। এ ছাড়া নেতাদের বক্তব্য প্রচারের জন্য গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক লাগানো হবে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। একদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ঢল, অন্যদিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।
পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সব পোস্টার ও ব্যানারে।
মঞ্চ প্রস্তুতির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী।
নবী উল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’
মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’
জানা গেছে, ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য ৫০ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। এ ছাড়া নেতাদের বক্তব্য প্রচারের জন্য গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক লাগানো হবে।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ভোটের অনুপাতে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে তিনি এই কথা বল
২ ঘণ্টা আগেসমাবেশে নারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদ অবসানের পর মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠা
৩ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘এই সনদে শুধু কমিশন নয়, সব রাজনৈতিক দল সই করবে। এটি একটি জাতীয় ঐকমত্য। এটি জনগণের সার্বভৌম অভিপ্রায়। এটি আইনের চেয়েও বড়। এটি একধরনের “লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল”। জনগণের এই প্রত্যাশা সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করার জন্য আমরা অঙ্গীকার করেছি। গণ-অভ্যুত্থান ও
৩ ঘণ্টা আগেবাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের স্বাধীনতা মেনে নিয়েই করতে হবে। পাকিস্তানের সঙ্গে শুধু ভুল-বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়েছে—এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।
৩ ঘণ্টা আগে