নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।
ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
৪ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১৪ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে