Ajker Patrika

সুস্থ ও স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল হতে পারে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুস্থ ও স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল হতে পারে না: জি এম কাদের

এরশাদ পুত্র এরিকের জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি প্রস্তাবের কড়া জবাব দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, 'সুস্থ ও স্বাভাবিক নয়, এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না।' এ ছাড়া পাটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাঁকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন শেষে জি এম কাদের এসব বলেন। জি এম কাদের বলেন, 'একটি রাজনৈতিক দল গঠন করার জন্য আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। এ ছাড়া পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল।'

এ ঘটনার পেছনে কারও ইন্ধন আছে কিনা—এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, 'গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা উচিত। বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছেই নেই তাঁর। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন বেগম রওশন এরশাদ।'

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও চেয়ারম্যান হওয়ার বিষয়ে রওশনের অনাগ্রহের কথা জানায় জাতীয় পার্টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে ফোনালাপে রওশন এমন অনাগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে জাপার যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জি এম কাদের-কে ফোন করে বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে তিনি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবিও করা হয়েছে।

এর আগে বুধবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে জাপার চেয়ারম্যানকে অবৈধ বলে দাবি করে নতুন একটি কমিটির প্রস্তাব করেন। ওই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান হিসেবে এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক ও রাহাগির আল মাহি শাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক।

একই দিনদুপুরে কাকরাইলে এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপার অনুষ্ঠানে জি এম কাদের এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দল করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। তবে এক সঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।' এমনটি করতে চাইলে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। অন্যথায় নির্বাচন করতে পারবেন না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত