Ajker Patrika

আ. লীগকে নেতৃত্বহীন করতেই গ্রেনেড হামলা: কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আ. লীগকে নেতৃত্বহীন করতেই গ্রেনেড হামলা: কাদের 

আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই পঁচাত্তরের বুলেট প্রাণঘাতি হয়ে ২০০৪ সালের একুশে আগস্টে ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট মুক্তাঙ্গনে সমাবেশ করার কথা থাকলেও সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। গ্রেনেড হামলার পর পুলিশ সহায়তা করেনি, উল্টো লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছোড়ে। শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিও চালায়। 

'তাঁরা আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে ফিরে আসে প্রাণঘাতি বুলেট হয়ে।' 

একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল বলে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের। 

তিনি বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাঁদের ফিরিয়ে আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত