Ajker Patrika

অতীতে এমপি হয়েও ২০১৮ সালে বাদ পড়া ১৯ জন এবার নৌকা পেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০০: ২৫
অতীতে এমপি হয়েও ২০১৮ সালে বাদ পড়া ১৯ জন এবার নৌকা পেলেন

দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে করতে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা করা হয়নি।

আজ রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

অতীতে সংসদ সদস্য হলেও গতবার বাদ পড়েছেন এমন ১৯ জন সাবেক সংসদ সদস্য আবারও মনোনয়ন পেয়েছেন। 

এর মধ্যে চাঁদপুর-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ঢাকা-৮ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানে মেনেনের স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

এছাড়া আবারও মনোনয়ন পেয়েছেন ইমদাদুল হক (ঠাকুরগাঁও-১), গোলাম মোস্তাফা (নীলফামারী-২), রাজশাহী ৫- আসনে আবদুল ওয়াদুদ দারা, শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৪) চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬), ননী গোপাল মণ্ডল (খুলনা-১), তালুকদার মো. ইউনুস (বরিশাল-২), অনুপম শাহজাহান জয় (টাঙ্গাইল-৮), আবদুছ ছাত্তার (ময়মনসিংহ-৮), মোশতাক আহমেদ রুহী (নেত্রকোনা-১), সানজিদা খানম (ঢাকা-৪), আবদুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), ফয়জুর রহমান-(ব্রাহ্মণবাড়িয়া-৫) এবং নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত