Ajker Patrika

কারামুক্ত হলেও স্বাস্থ্যগত কারণে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৫৬
কারামুক্ত হলেও স্বাস্থ্যগত কারণে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না ফখরুল

কারামুক্তির পর অসুস্থতার কারণে এখনো স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরোনোর পর থেকে রাজধানীর গুলশানের বাসায় চিকিৎসা চলছে তাঁর। আজ শনিবার বিকেলে শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে যান তিনি।

আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব (মির্জা ফখরুল) অসুস্থ ছিলেন। তাঁর ওজন প্রায় ছয় কেজি কমে গেছে। এ সময় বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি বিশেষায়িত হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাঁকে দেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। বাসায় থেকেই তাঁর চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য তাঁকে আবার হাসপাতালে যেতে হবে।’ 

গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তীকালে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত