নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার মনিটর করতে দলটির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় যাচ্ছেন। নেতারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা কুমিল্লায় যেতে পারবেন না। এ কারণে দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও যেতে পারছেন না। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে।
নেতাদের মধ্যে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচন পরিচালনা করতে কমিটি করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, এই কমিটিতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীদের রাখা হয়নি। প্রচারেও তাঁদের ডাকা হয়নি। এতে নেতাদের কেউ কেউ ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কয়েক দিন থাকবেন।
জানা গেছে, আগামী ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধিদলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ।
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার মনিটর করতে দলটির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় যাচ্ছেন। নেতারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা কুমিল্লায় যেতে পারবেন না। এ কারণে দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও যেতে পারছেন না। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে।
নেতাদের মধ্যে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচন পরিচালনা করতে কমিটি করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, এই কমিটিতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীদের রাখা হয়নি। প্রচারেও তাঁদের ডাকা হয়নি। এতে নেতাদের কেউ কেউ ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কয়েক দিন থাকবেন।
জানা গেছে, আগামী ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধিদলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ।
সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছেন কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন। কিন্তু তাঁর কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর।
১০ ঘণ্টা আগেঅভ্যুত্থানের অংশীদার পক্ষগুলোর বিভেদ এবং ভুলের কারণে পৃথিবীতে বেশির ভাগ বিপ্লব ও গণ-অভ্যুত্থান চূড়ান্ত সফলতার মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেন-জিরা আবার রাজপথে নামবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
১১ ঘণ্টা আগেদলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি...
১৩ ঘণ্টা আগেআগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
১৫ ঘণ্টা আগে