Ajker Patrika

নির্বাচনী প্রচার পর্যবেক্ষণে কুমিল্লায় যাচ্ছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২২, ১৫: ০৬
নির্বাচনী প্রচার পর্যবেক্ষণে কুমিল্লায় যাচ্ছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার মনিটর করতে দলটির কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় যাচ্ছেন। নেতারা আগামী ৩ জুন থেকে কয়েক দিন সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।

তবে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সংসদ সদস্যরা কুমিল্লায় যেতে পারবেন না। এ কারণে দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও যেতে পারছেন না। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের নিয়ে এই পর্যবেক্ষণ টিম করা হয়েছে।

নেতাদের মধ্যে রয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। 

আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচন পরিচালনা করতে কমিটি করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। অভিযোগ রয়েছে, এই কমিটিতে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীদের রাখা হয়নি। প্রচারেও তাঁদের ডাকা হয়নি। এতে নেতাদের কেউ কেউ ক্ষুব্ধ। তাঁদের সঙ্গে সমন্বয় করতে কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কয়েক দিন থাকবেন।

জানা গেছে, আগামী ৬ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আরেকটি প্রতিনিধিদলের কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত