Ajker Patrika

আমার মন্ত্রণালয়ের বৈপ্লবিক পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক: নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে প্রাণিসম্পদ মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫: ৪০
আমার মন্ত্রণালয়ের বৈপ্লবিক পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক: নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে প্রাণিসম্পদ মন্ত্রী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে ৩৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। নতুন এই মন্ত্রিসভায় নেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল।

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমার মন্ত্রণালয়কে আমি অনন্য উচ্চতায় নিয়ে এসেছি। আমি আশা করব, নতুন যিনি আসবেন তিনি এই ধারাবাহিকতাকে আরও অগ্রসর করে নিয়ে যাবেন, যাতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এই ধারা যেন অব্যাহত থাকে।’ 

শ ম রেজাউল বলেন, ‘আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী যাঁদের নতুন করে মন্ত্রিসভায় নিয়ে এসেছেন, তাঁরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। তাঁরা মন্ত্রিসভায় অনেক অবদান রাখতে পারবেন বলে মনে করি।’ 

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। নির্বাচনে বিজয়ী হন তিনি। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এ ছাড়া তিনি একনেকেরও মেম্বার হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত