Ajker Patrika

সাদপন্থী নেতা শীর্ষ নেতা শফিউল্লাহ্ হত্যা মামলায় গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১২: ২১
মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ নেতা শফিউল্লাহ্। ছবি: সংগৃহীত
মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ নেতা শফিউল্লাহ্। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় জোড় ইজতেমা পালন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী আরেক শীর্ষ নেতা শফিউল্লাহ্কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. শফিউল্ল্যাহ্ (৪৬) শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানিয়েছে, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাঁকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীরা (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘শফিউল্লাহ্ আমাদের দায়ের করা মামলার ৯ নম্বর আসামি। তাঁকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গী আনা হয়েছে।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘শফিউল্লাহ্কে শরিয়তপুরে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার শেষে তাঁকে টঙ্গী নিয়ে আসা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...