Ajker Patrika

দেশে করোনায় আরও ৫০ মৃত্যু, আক্রান্ত ৩৩১৯

আপডেট : ১৫ জুন ২০২১, ১৮: ৩২
দেশে করোনায় আরও ৫০ মৃত্যু, আক্রান্ত ৩৩১৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৬৫টি নমুনা। এতে করোনা পজিটিভ আসে ৩ হাজার ৩১৯টি নমুনার ফলাফলে। সে হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ২৭।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় কোভিডে ৫৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয় ৩ হাজার ৫০ জন। সে হিসাবে ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮০।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

‘সি’ গ্রেডের গভর্নর খেতাব পেলেন ড. আহসান মনসুর

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...