Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

অনলাইন ডেস্ক
জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হচ্ছে। আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: cv. julyspecialcell@gmail. com

এ বিষয়ে জুলাই গণ–অভ্যুত্থান বিশেষ সেলের প্রধান হাসান ইনাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ সেল গঠন করার পর থেকে দেখেছি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকরি দেওয়ার জন্য কাজ করতে চায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব। সে ক্ষেত্রে সমন্বয় করার জন্য সিভি আহ্বান করেছি। সিভি নিয়ে সেগুলো যাচাই—বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিভি সরবরাহ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত