Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­
জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হচ্ছে। আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: cv. julyspecialcell@gmail. com

এ বিষয়ে জুলাই গণ–অভ্যুত্থান বিশেষ সেলের প্রধান হাসান ইনাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ সেল গঠন করার পর থেকে দেখেছি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকরি দেওয়ার জন্য কাজ করতে চায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব। সে ক্ষেত্রে সমন্বয় করার জন্য সিভি আহ্বান করেছি। সিভি নিয়ে সেগুলো যাচাই—বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিভি সরবরাহ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...