Ajker Patrika

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৭
শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা
শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী সমাজব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে।’ আজ শনিবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ত্রয়োদশ জাকাত ফেয়ার-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সম্পদ বণ্টনের যে প্রক্রিয়াগুলো সবচেয়ে বেশি অনুসরণীয়, তার অন্যতম সঠিক পদ্ধতিতে জাকাত। জাকাত প্রদানে মানুষকে উৎসাহিত করতে হবে এবং সমাজে জাকাতের ইম্প্যাক্ট দৃশ্যমান করতে হবে। জাকাত দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না। আমরা সুষম সমাজ চাই, নৈতিক নেতৃত্ব চাই।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে ট্যাক্সেশন সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। এখন মানুষের সাফল্যকে বিচার করা হয় তার ভোগ সক্ষমতাকে দিয়ে। তার আত্মসম্মান, শ্রদ্ধা ও সামাজিক দায়কে বিচার করা হয় না।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘সমাজের বৈষম্য দূর করার জন্য জুলাই অভ্যুত্থানে অনেক তাজা প্রাণ দিতে হয়েছে অথচ বৈষম্য এখনো রয়ে গেছে। এর মূলোৎপাটন করতে হলে আমাদের সম্পদের সুষম বণ্টন অবসম্ভাবীভাবে প্রয়োজন। এর নিয়ামক হিসেবে আমাদের নৈতিক ও ধর্মীয় দায় সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।’

সেমিনারে কী নোট উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রো ইকোনমিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এমরানুল হক।

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফের সেক্রেটারি জেনারেল দাতুক ড. মোহাম্মদ গাজালি নূর।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইকোনমিকস ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার হোসেন, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের কনভেনর এবং রহিমআফরোজ গ্রুপের গ্রুপ পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ত্রয়োদশ জাকাত ফেয়ার ২০২৫-এর উদ্বোধন করেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ২ দিনব্যাপী জাকাত ফেয়ার আয়োজন করে। এখানে বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টল, জাকাতের হিসাব নিরূপণ ও জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দানের জন্য কনসালটেশন ডেস্ক ও ইসলামি বইয়ের স্টল রয়েছে। আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি, গ্রেপ্তার তিন

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত