Ajker Patrika

ডিআইজি হলেন ৫ পুলিশ সুপার, পদায়ন ডিএমপিতে 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৬: ৫০
Thumbnail image

পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে সংখ্যাতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তা। তাঁদেরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক (সুপার নিউমারারি) পদমর্যাদার দুজন এবং পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হাসান মো. শওকত আলীকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাসুদ করিমকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার খোন্দকার নজমুল হাসানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। আর ডিএমপির উপকমিশনার মো. ইসরাইল হাওলাদারকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিএমপির উপকমিশনার ফারুক আহমেদকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত মহাপরিদর্শক সুপার নিউমারারি) এ কে এম হাফিজ আক্তারকে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিনকে (অতিরিক্ত মহাপরিদর্শক) ঢাকায় ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিবুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত