Ajker Patrika

ঝুঁকি না নিয়ে প্রয়োজনে লকডাউন দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ঝুঁকি না নিয়ে প্রয়োজনে লকডাউন দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন চাইলেই লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দিয়েছি। তাঁরা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, ইনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন- যেটাতে তাঁরা কমফোর্ট ফিল করবেন (সুবিধা মনে করবেন) সেভাবে করবেন, স্থানীয়ভাবে লক করে দিতে পারবেন। কারণ পুরো দেশে আর একভাবে স্প্রেড করছে না। (করোনা সংক্রমণ) নর্থবেঙ্গল, দিনাজপুরে বাড়ছে, যশোরের দিকে কমে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে।

করোনা নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি–না, সাংবাদিকদের এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসহ সবাইকে অথোরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন– কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যাঁরা কমফোর্টেবল মনে করবেন তাঁরা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেন।

আগামী ১৬ জুন পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি–না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনো আলোচনা নেই। আরও দুই দিন সময় আছে, দেখা যাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত